রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

নিখোঁজের দুদিন পর করতোয়া নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৪, ০৬:৩৪ পিএম

শেয়ার করুন:

loading/img

পঞ্চগড়ের বোদা উপজেলায় নিখোঁজের দুদিন পর করতোয়া নদী থেকে ভাসমান অবস্থায় শফিকুল ইসলাম (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ অক্টোবর) সকালে উপজেলার মাড়েয়া করতোয়া নদীর সাওতাল ঘাট থেকে মরদহটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


শফিকুল একই উপজেলার বড়শশী ইউনিয়নের শ্যামেরডাংগা গ্রামের মৃত এছাহাক আলীর ছেলে।

আরও পড়ুন

মিরসরাইয়ে রূপসী ঝরনার কূপে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন শফিকুল ইসলাম। পরে আজ সকালে স্থানীয়রা করতোয়া নদীর কিনারায় মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি ঘাটের পাড় থেকে উদ্ধার করে পুলিশ।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন