রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

গাজীপুরে এলপি গ্যাসের ট্যাংকার বিস্ফোরণ, তিন নারী দগ্ধ

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৮ পিএম

শেয়ার করুন:

loading/img

গাজীপুরে শ্রীপুরের রাজাবাড়ি এলাকায় একটি এলপি গ্যাসের ট্যাংকার মেরামতের সময় বিস্ফোরণে অন্তসত্ত্বাসহ তিন নারী দগ্ধ হয়েছেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন


দগ্ধরা হলেন- শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের শামসুল হকের স্ত্রী হালিমা এবং একই এলাকার এমদাদুল হকের স্ত্রী হেলেনা ও হাবিবের স্ত্রী রিতা।

আহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার থেকে একটি এলপি গ্যাসের ট্যাংকার ভাওয়াল রাজাবাড়ি বাজারের দেওয়ানি বাড়ির সামনে রাখা ছিল।

আরও পড়ুন

চট্টগ্রামে ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই মরদেহ উদ্ধার

সোমবার সকাল সাড়ে দশটার দিকে গাড়ি লিকেজ হয়ে গ্যাস বের হচ্ছিল। এসময় কোম্পানির লোকদের বললেও তারা ব্যবস্থা নেয়নি। পরে হঠাৎ ট্যাংকারে বিস্ফোরণ ঘটলে পাশের বাসায় থাকা নারীরা দগ্ধ হন। পরে আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।


বিজ্ঞাপন


thumbnail_IMG-20240930-WA0001

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. আবু সাঈদ সজীব জানিয়েছেন, ভর্তি তিনজনের মধ্যে হালিমার শরীরের ৫০ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে ঢাকা শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউট হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্য দুজনের ১০ শতাংশ পুড়ে যাওয়ায় তাদেরকে মহিলা সার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন