শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

চট্টগ্রামে ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৬ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রামে ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই মরদেহ উদ্ধার
ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরের জেটিতে নোঙর করে রাখা ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহত দুইজনের নাম-পরিচয় এখনও জানা না যায়নি। তবে ধারণা করা হচ্ছে তারা ওই জাহাজের কর্মকর্তা হতে পারেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম বন্দরের জ্বালানি তেল খালাসের জেটিতে নোঙর করে রাখা ট্যাংকারটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ট্যাংকারটিতে আগুন ধরে যায়। বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

পতেঙ্গায় তেল খালাসের সময় জাহাজে বিস্ফোরণ

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ গণমাধ্যমকে বলেন, আমরা দুইজনের মরদেহ উদ্ধার করেছি। মরদেহ কোস্টগার্ড ও নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, বেলা ১১টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলার জ্যোতি নামে অপরিশোধিত একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। আগুন নেভাতে কাজ করে কোস্টগার্ড, সেনাবাহিনী, নৌবাহিনী ও ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ফায়ার ফাইটিং টিম।

এছাড়াও দুর্ঘটনার খবর পেয়ে বন্দর, ইপিজেড ও কেইপিজেড স্টেশনের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 


বিজ্ঞাপন


এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর