রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৬ পিএম

শেয়ার করুন:

loading/img

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বন্ধুদের সঙ্গে খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিউল ইসলাম (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বলরামপুর ইউনিয়নের চুচুলি ঝাকুয়া পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।


বিজ্ঞাপন


নিহত শিশু রবিউল ইসলাম একই গ্রামের মৃত শহীদুল ইসলামের ছেলে। রবিউল চুচুলি সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। সে সাঁতার জানতো বলে জানা গেছে।

বলরামপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সাদ্দাম হোসেন বলেন, রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের মাঠে খেলা করছিল রবিউল। খেলা শেষে বিকেলের দিকে বাড়ির পাশের একটি পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে যায় সে। পরে রবিউল পুকুরে লাফ দিলে গভীর পানিতে তলিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর ভেসে না উঠায় তার বন্ধুরা চিৎকার শুরু করে। পরে স্থানীয়দের সহায়তায় পুকুরের পানির গভীরে খোঁজাখুঁজি করে ডুবন্ত অবস্থায় রবিউলকে উদ্ধার করা হয়। এরপরে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

পাবনায় বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাইনি। পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন