বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

কুড়িগ্রামে বৃদ্ধকে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৪ এএম

শেয়ার করুন:

loading/img

কুড়িগ্রামের রৌমারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বছির উদ্দিন (৯০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে রৌমারী উপজেলার দাতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ার চর গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ফেনীতে আন্দোলনে নিহত ২ জনের লাশ উত্তোলন  

এ হত্যার ঘটনায় বৃদ্ধের প্রতিবেশী ভাতিজা নুরে আলমকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, বৃদ্ধের উচ্চ স্বরে কথা বলাকে কেন্দ্র করে সকালে কথা কাটাকাটির একপর্যায়ে নুরে আলম তাকে কিল-ঘুষি মারে। এতে ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধ বছির উদ্দিন।

আরও পড়ুন: পান্নার লাশ পরিবারের কাছে হস্তান্তর করল ভারত


বিজ্ঞাপন


রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub