নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে আমজাদ হোসেন সুমন প্রকাশ খালাসি সুমন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতার খালাসি সুমন হত্যাসহ বিভিন্ন ঘটনায় ১৩টি মামলা ও একটি অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে জানিয়েছে র্যাব।
বিজ্ঞাপন
শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে চৌমুহনী পূর্ব বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুমন চৌমুহনী পৌর হাজীপুর এলাকার লুৎফল হক লাতু মিয়ার ছেলে।
র্যাব জানায়, গত ৫ আগস্ট সোনাইমুড়ী থানায় অগ্নিসংযোগ ও হত্যা মামলার এজাহারনামীয় আসামি খালাসি সুমন। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অস্ত্র, চাঁদাবাজী, ডাকাতি, চুরি, মাদক ও হত্যা ঘটনাসহ ১৩টি মামলা রয়েছে। একটি অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ডাদেশপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি সে। দীর্ঘদিন ধরে পালিয়ে ছিল সুমন।
র্যাব-১১, সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. গোলাম মোর্শেদ জানান, গত ৫ আগস্ট সোনাইমুড়ী থানায় হামলা, খুন, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনা গত ২০ আগস্ট থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। ওই মামলার আসামি সুমন। সুমন ও তার বাহিনীর সদস্যরা বেগমগঞ্জসহ আশপাশের এলাকায় ডাকাতি, চাঁদাবাজী, অপহরণ, খুন, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। গ্রেফতারের পর তাকে সোনাইমুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস