রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

লক্ষ্মীপুরে মেঘনায় ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৪, ০৪:৫৯ পিএম

শেয়ার করুন:

loading/img

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মেঘনা নদীতে ভেসে আসা অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে প্রায় ১৫ দিন আগে ওই ব্যক্তি মারা যায়। তার শরীরের পুরো চামড়া উঠে গেছে। এতে আঙ্গুলের ছাপ নেওয়া যায়নি।


বিজ্ঞাপন


শনিবার (৩১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) ফেরদৌস আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুপুর ১২টার দিকে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সেবাগ্রামে মেঘনা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন]

লালমনিরহাটে নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) ফেরদৌস আহম্মেদ বলেন, নদীর পানি থেকে ১০ ফুট উঁচু তীরে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে প্রায় ১৫ দিন আগে ওই ব্যক্তি মারা গেছে। এরপর নদীর স্রোতের সঙ্গে ভেসে আসে মরদেহটি। পুরো শরীরের চামড়া উঠে গেছে। চেনার কোনো উপায় নেই। আঙ্গুলের ছাপও নেওয়া সম্ভব হয়নি। শরীরে কোনো কাপড়ও ছিল না।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন