রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

পুকুরে কুচিয়া অবমুক্ত করতে গিয়ে পানিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৪, ০৮:৩৮ পিএম

শেয়ার করুন:

loading/img

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় তপন চন্দ্র রায় (১৩) নামের এক স্কুলছাত্র কুচিয়া অবমুক্ত করতে গেলে পা পিছলে পুকুরের পানিতে পড়ে মৃত্যু হয়।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে জেলার আটোয়ারী উপজেলার বামনকুমার এলাকায় এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


জানা গেছে, মৃত তপন ওই এলাকার থিরেন চন্দ্র রায়ের ছেলে। সে রাখালদেবী স্কুলের সপ্তম শ্রেণীতে লেখাপড়া করত।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির পাশের জমিতে মাছ ধরছিল তপন। এসময় মাছের সাথে একটি কুচিয়া ধরে সে। পরে তার মাকে বলে কুচিয়াটি পুকুরে ছাড়তে গিয়ে পিছলে পড়ে যায়। সাঁতার না জানার কারণে সে পানিতে ডুবে যায়। এদিকে, তপন বাড়িতে ফিরে না যাওয়ায় তার মা কিছুক্ষণ পর খুঁজতে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে তপনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবু মুসা নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলমান।

প্রতিনিধি/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন