মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন৷
সোমবার (২৯ জুলাই) দুপুরে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল অংশের উত্তরসুর ভৈরবথলীর সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত ব্যক্তির নাম রহমত আলী (৫৫), তার পিতার নাম কাছুম আলী৷ নিহতের বাড়ি উপজেলার ভূনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে নিহত রহমত মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে শ্রীমঙ্গল আসছিলেন৷ উত্তরসুর ভৈরবথলীর সামনে আসার পর রাস্তার উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়৷ ট্রাকের ধাক্কায় নিহত রহমত কয়েক ফুট দূরে গিয়ে পড়েন৷ পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির মরদেহ হাইওয়ে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে৷ ট্রাকটি হাইওয়ে থানায় আটক আছে।
প্রতিনিধি/ এজে