কুমিল্লা নগরীর ভাটপাড়া এলাকা থেকে ৫৫ কেজি গাঁজাসহ চার মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১২ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া।
বিজ্ঞাপন
গ্রেফতার ব্যক্তিরা হলেন, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার খারেরা গ্রামের আবদুল আলীর ছেলে মো. জহির (৩৫), একই এলাকার জিতেন্দ্র চন্দ্র শীলের ছেলে রনজিৎ চন্দ্র শীল (২৫), লোহাইমুড়ি গ্রামের মো. ফয়সাল (২২) ও একই গ্রামের ইমাম হোসেনের ছেলে আহসানুল হক (২৩)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া জানান, বৃহস্পতিবার রাতে কুমিল্লা নগরীর ভাটপাড়া এলাকায় গোয়েন্দা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালায়। এসময় চেকপোস্টে ডিউটি চলাকালীন একটি অটোরিকশা থেকে তল্লাশি করে ৫৫ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে অটোরিকশায় থাকা চার মাদককারবারিকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় কুমিল্লা কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/ এজে