কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কুকুরের কামড়ে তিন শিশু আহত হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আহতরা হলো- উপজেলার শিদলাই ইউনিয়নের শিদলাই এলাকার কালন মিয়ার মেয়ে তানহা, শশীদল ইউনিয়নের শশীদল গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে নাঈম ও সদর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে রাফি।
কুকুরের কামড়ে আহত তানহার স্বজনরা বলেন, তানহা বাড়ির পাশের দোকান থেকে সদাই কিনে বাড়ি ফিরছিল। এ সময় একটি কুকুর তাকে কামড় দেয়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দেওয়া হয়।
কুকুরের কামড়ে আহত রাফির স্বজনরা জানান, রাফি তার বন্ধুদের সঙ্গে খেলছিল। হঠাৎ একটি কুকুর এসে রাফি কামড় দিয়ে চলে যায়। পরে রাফিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দেওয়া হয়।
বিজ্ঞাপন
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন বলেন, কুকুরের কামড়ে আহত তিন শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে। আহতদের জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। আমাদের হাসপাতালে জলাতঙ্কের টিকা মজুদ রয়েছে।
প্রতিনিধি/এসএস