খুলনার বটিয়াঘাটা উপজেলার ফুলবাড়ি গ্রামে এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও তার খালাতো বোনের শ্লীলতাহানি মামলায় দুই আসামিকে ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। ওই দুই আসামি হলেন, মুজাহিদ শেখ ও নাইম মোড়ল।
বুধবার (১৮ মে) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমাণ্ডের আবেদন করলে খুলনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাদিউজ্জামান ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।
বিজ্ঞাপন
মামলার তদন্ত কর্মকর্তা এবং বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) মো. জাহেদুর রহমান জানান, বুধবার দুপুরে একই আদালতে ভুক্তভোগী ওই ছাত্রীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। গ্রেফতারকৃত অপর আসামি আজিজুল মোল্লা ওরফে মিশরিয়া গত মঙ্গলবার (১৭ মে) আদালতে ধর্ষণের ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
উল্লেখ, শনিবার (১৪ মে) রাতে বটিয়াঘাটা থানা এলাকার ফুলবাড়ি গ্রামে দুর্বৃত্তরা এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও তার খালাতো বোনকে ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রীর মা বাদি হয়ে সোমবার বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করেন। সোমবার সকালে এই ৩ আসামির মধ্যে আজিজুল মোল্লা ওরফে মিশরিয়া ও মুজাহিদ শেখকে গ্রেফতার করেছিল র্যাব ৬ এবং এ দিনই নাঈম মোড়লকে গ্রেফতার করে পুলিশ।
এজে