রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

তুলশীগঙ্গা নদী থেকে এনজিওকর্মীর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ১৪ জুন ২০২৪, ০৮:৫২ এএম

শেয়ার করুন:

loading/img

জয়পুরহাটের ক্ষেতলালে তুলশীগঙ্গা নদী থেকে রাজু আহমেদ নামে এক এনজিওকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যায় উপজেলার তুলশীগঙ্গা নদীর বিলের ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


নিহত এনজিওকর্মী রাজু আহমেদ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চৌরঙ্গী গ্রামের সাগর আলীর ছেলে।

তিনি এসকেএস ফাউন্ডেশন নামের একটি এনজিওর জয়পুরহাট সদরের জামালগঞ্জ ব্রাঞ্চে কর্মরত ছিলেন।

আরও পড়ুন

জয়পুরহাটে ভটভটির ধাক্কায় এনজিও কর্মকর্তার মৃত্যু 

পরিবার সূত্রে জানা গেছে, রাজু আহমেদের সঙ্গে বুধবার (১২ জুন) দুপুর থেকে তার পরিবার যোগাযোগ করতে পারছিলেন না। বারবার ফোন দিলেও রিসিভ করেনি। বিকেলে উপজেলার তুলসীগঙ্গা নদীর বিলের ঘাট এলাকা থেকে কয়েকজন যুবক জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন দিয়ে জানায়, বিলের ঘাট থেকে ২ কিলোমিটার দক্ষিণে নদীর বাঁধের ওপর মালিকবিহীন একটি মোটরসাইকেল, জুতা ও ব্যাগ পড়ে আছে।


বিজ্ঞাপন


খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ওই এলাকা থেকে এসব উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতে রাজুর পরিবার ক্ষেতলাল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর থেকে ক্ষেতলাল থানা পুলিশ ও তার পরিবার ওই এলাকাসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজুর বাবা সাগর আলী মোটরসাইকেল উদ্ধার হওয়া এলাকায় গিয়ে তার ছেলেকে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে বাঁধের অদূরে নদীতে একটি মরদেহ ভেসে থাকতে দেখে। মরদেহ কাছে গিয়ে দেখে তার ছেলে রাজুর লাশ। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

নিখোঁজের ৩ দিন পর তুলসীগঙ্গা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ক্ষেতলাল থানার ওসি মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের কাছ থেকে নগদ টাকা ও তার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করেছি। এটি হত্যা না কি আত্মহত্যা তা এখনই বলা যাচ্ছে না। আমরা খতিয়ে দেখছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন