সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ঢাকা

নিখোঁজের ৩ দিন পর তুলসীগঙ্গা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, জয়পুরহাট 
প্রকাশিত: ১২ জুন ২০২৪, ০৬:৪৮ পিএম

শেয়ার করুন:

loading/img

নিখোঁজের তিন দিন পর তুলসীগঙ্গা নদী থেকে  আলাউদ্দিন (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ । 

বুধবার (১২ জুন) বিকেলে জয়পুরহাট সদর উপজেলার তুলসীগঙ্গা নদীর রাংতা ঘোনাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


নিহত আলাউদ্দিন পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের মৃত আফসার আলী মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন সার্ভেয়ার ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত রোববার  (৯ জুন)  রাতে  বাড়ির পাশে আম কুড়াতে বের হয় বৃদ্ধ আলাউদ্দিন। রাতে শেষে ভোর হলেও তিনি আর বাড়িতে যাননি। তার পর থেকে  পরিবারের স্বজনরা  তাকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। এদিকে বৃদ্ধ আলাউদ্দিনকে না পাওয়ায় পরিবারের স্বজনরা পাঁচবিবি থানায় একটি সাধারণ ডায়রি করেন।

আরও পড়ুন

ওসি হুমায়ূন কবীর জানান, বুধবার  বিকেলে স্থানীয়রা তুলসীগঙ্গা নদীতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে  মরদেহ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর