শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

টলিউড ছাড়ছেন বনি সেনগুপ্ত!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫, ০৩:৪৮ পিএম

শেয়ার করুন:

loading/img

টলিউড চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বনি সেনগুপ্ত। ক্যারিয়ারে অভিনয় করেছেন দর্শকপ্রিয় একগুচ্ছ সিনেমায়। টলিউডে অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। যে ইন্ডাস্ট্রিতে নিজেকে আবিষ্কার করলেন এবার সেই ইন্ডাস্ট্রি ছাড়ছেন অভিনেতা!

বনি দুশ্চরিত্র: কৌশানি


বিজ্ঞাপন


এর আগেও একাধিক অভিনয় শিল্পী টলিউড ছেড়েছেন। টলিউডে দীর্ঘদিন কাজ না থাকায় হিন্দি কিংবা ওড়িশা ইন্ডাস্ট্রিতে অভিনয় করে ব্যাপক সফলতা পেয়েছেন। এবার সেই পথে হাঁটলেন অভিনেতা বনি। 

bony_3

সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অভিনেতার প্রথম ওড়িশা ভাষার ছবি ‘আজিরা রেবতী’ । ওড়িশা রাজ্যের পুরীর প্রখ্যাত গীতিকার বদ্রি মিশ্রর ছোটগল্প অবলম্বনে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন শুভ্রাংশ দাস।

প্রেমিকের হাত ধরে পরিচালকের কাঁধে মাথা রেখে কাঁদলেন নায়িকা


বিজ্ঞাপন


তবে ছবি মুক্তির পর সিনেমাপ্রেমীদের দাবি, অভিনেতা টলিউড ছবিতে সাফল্য পাচ্ছেন না। তাই ওড়িশা ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করতে চাইছেন। 

bony_2

অভিনেতা অবশ্য এমনটা ভাবছেন না। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বনি বলেন, ‘পরিচালক যখন আমাকে এই ছবির কথা বলেন, তখন গল্প শুনে না বলতে পারিনি। ওড়িশা ভাষায় আমার অভিজ্ঞতা নেই তা সত্ত্বেও কাজ করতে রাজি হয়।’

ছোটপর্দার শিল্পীদের অপমানের অভিযোগ, যা বললেন বনি

তিনি যোগ করেন, ‘ভাষা ভিন্ন হতে পারে, তবে কাজের ক্ষেত্রে আমি তেমন কোনো পার্থক্য দেখি না। একজন শিল্পীর কাছে অভিনয় শুধু শিল্প। তা যে ইন্ডাস্ট্রিতে হোক।’

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর