উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার নাঙ্গলকোটের ভাইস চেয়ারম্যান প্রার্থী পালকী প্রতীকের বাপ্পা সোহাগের গাড়িতে হামলা ও গুলির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৪ জুন) রাতে মোগরা গ্রামে ওই প্রার্থীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বুধবার (৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন লাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে আজ কুমিল্লার ৩ উপজেলা পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে নাঙ্গলকোট উপজেলাও রয়েছে।
হামলার শিকার ভাইস চেয়ারম্যান প্রার্থী বাপ্পা সোহাগ বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আবু ইউসুফ ভূঁইয়ার (আনারস প্রতীক) কর্মীরা হঠাৎ করে তার ওপর হামলা চালায়। এ সময় তারা বলে, তুমি কেন নির্বাচনে দাঁড়ালে?
বিজ্ঞাপন
সোহাগ আরও বলেন, আনারস প্রতীকের কর্মীরা প্রায় ১০ রাউন্ড গুলি ছোড়ে এবং আমার ব্যবহৃত প্রাইভেট গাড়ি ভাঙচুর করে। বাধা দিলে আমাকে মারধর করে গুরুতর আহত করে।
অভিযোগের বিষয়ে চেয়ারম্যান প্রার্থী আবু ইউসুফ ভূঁইয়াকে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও ব্যস্ত থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, হামলার বিষয়টি জেনেছি। পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। তদন্ত চলছে দোষীদের আইনের আওতায় আনা হবে।
প্রতিনিধি/এসএস