রোববার, ২৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

নড়াইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ৪

জেলা প্রতিনিধি, লোহাগড়া
প্রকাশিত: ০৫ জুন ২০২৪, ০৭:৫৩ এএম

শেয়ার করুন:

নড়াইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ৪

নড়াইলের মধুমতী (কালনা) সেতুর ওপর দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (৪ জুন) রাত ৯টার দিকে মধুমতি সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আহত ব্যক্তিরা হলেন- মো. বাপ্পি মোল্যা (২০), মো. লিমন মোল্যা (১৮), মো. হামিম (১৫) ও মো. আরিফুল সর্দার (১০)।

আরওপড়ুন

দুই কাভার্ডভ্যানের মাঝে চাপা পড়ে দুই ভাই নিহত

স্থানীয় সূত্রে জানা গেছে, বাপ্পি মোল্যা ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের মো, জাকির হোসেন মোল্যার ছেলে, লিমন মোল্যা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পার-করফা গ্রামের মো: রিপন মোল্যার ছেলে, হামিম গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার চর-জাজিরা গ্রামের মো. শুকুরের ছেলে, আরিফুল গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পার-করফা গ্রামের মো. হাসু সর্দারের ছেলে।

এ বিষয়ে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মারুফা তাসনীম জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর