রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

খুলনায় ২ বোনকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক ৩

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৬ মে ২০২২, ১২:৫২ পিএম

শেয়ার করুন:

loading/img

খুলনার বটিয়াঘাটা থানা এলাকায় বাড়িতে ঢুকে দুই বোনকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।

সোমবার (১৬ মে) দুপুর সোয়া ১২টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ৬ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোশতাক আহমেদ।


বিজ্ঞাপন


আটকদের মধ্যে মুজাহিদ শেখ ও মো. আজিজুল মোড়ল ওরফে মিশরিয়া নামে ২ জনকে আটক করে র‌্যাব ৬ এবং নাঈম নামের আরেকজনকে আটক করেছে বটিয়াঘাটা থানা পুলিশ।

র‌্যাব-৬ জানায়, আজ (১৬ মে) তাদেরকে বটিয়াঘাটা থানা এলাকা থেকে আটক করা হয়।

বটিয়াঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জালাল জানান, এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, খুলনায় বাড়িতে ঢুকে ঘরে থাকা ২ বছরের সন্তানের গলায় ছুরি ধরে ও পানিতে চুবিয়ে জিম্মি করে মা-খালাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আসে।


বিজ্ঞাপন


শনিবার (১৪ মে) দিবাগত রাত আড়াইটার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলায় এ ঘটনা ঘটে। রোববার (১৫ মে) ভুক্তভোগীদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

ধর্ষণের শিকার নারীর মা বলেন, ‘শনিবার বিকেলে আমি বোনের বাড়ি ডুমুরিয়ায় গিয়েছিলাম। আমার স্বামীও বাড়িতে ছিল না। ওই সময় বাড়িতে ওরা দুই বোন ছিল। মাঝরাতে ৭ জন আমাদের বাড়িতে যায়। তারা ঘরে ঢুকে দুই মেয়েকে হাত ও মুখ বেঁধে ধর্ষণ করে। সকালে মেয়ে আমাকে ফোন করে বিষয়টি জানায়। ঘটনার সময় বড় মেয়ের ছেলের গলায় ছুরি ধরেছিল তারা। পরে তাকে পানিতে ডুবিয়ে রাখে। তাকে খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

আরও পড়ুন: সন্তানের গলায় ছুরি ধরে মা-খালাকে সংঘবদ্ধ ধর্ষণ

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন