খুলনায় বাড়িতে ঢুকে ঘরে থাকা ২ বছরের সন্তানের গলায় ছুরি ধরে ও পানিতে চুবিয়ে জিম্মি করে মা-খালাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
শনিবার (১৪ মে) দিবাগত রাত আড়াইটার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
রোববার (১৫ মে) ভুক্তভোগীদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জাহিদুর রহমান বিষয়টি জানিয়েছেন।
ভুক্তভোগী ওই দুই জন খালাতো বোন। যাদের একজনের বয়স ১৩, আরেকজনের বয়স ২৪।
ধর্ষণের শিকার নারীর মা বলেন, ‘শনিবার বিকেলে আমি বোনের বাড়ি ডুমুরিয়ায় গিয়েছিলাম। আমার স্বামীও বাড়িতে ছিল না। ওই সময় বাড়িতে ওরা দুই বোন ছিল। মাঝরাতে ৭ জন আমাদের বাড়িতে যায়। তারা ঘরে ঢুকে দুই মেয়েকে হাত ও মুখ বেঁধে ধর্ষণ করে। সকালে মেয়ে আমাকে ফোন করে বিষয়টি জানায়। ঘটনার সময় বড় মেয়ের ছেলের গলায় ছুরি ধরেছিল তারা। পরে তাকে পানিতে ডুবিয়ে রাখে। তাকে খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
বিজ্ঞাপন
তিনি জানান, তবে রোববার রাত ১০টার দিকে মেয়ে দুটি ও শিশুটিকে হাসপাতলে ভর্তি করলে বিষয়টি জানাজানি হয়। এরপর সেখানে পুলিশও যায়।
ওসি জানান, তিনি অভিযোগ পেয়ে হাসপাতালে গেছেন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
টিবি