রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

বগুড়ায় মাইক্রোবাসের চাপায় ভ্যানচালক নিহত

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ১৮ মে ২০২৪, ০৭:৫৩ এএম

শেয়ার করুন:

loading/img

বগুড়ার শিবগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় তোতা মিয়া (৫০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ মে) রাত সাড়ে ১০টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা চৌমাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত তোতা মিয়া বগুড়ার গাবতলী উপজেলার নাংলু দক্ষিণপাড়া ইউনিয়নের উজগ্রাম আকন্দপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার দিকে মোকামতলা বাজারের সোনাতলা রাস্তা থেকে বগুড়া-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে পার হচ্ছিলেন তোতা মিয়া। এ সময় রংপুরগামী একটি সাদা রঙের মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তোতা মিয়া।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই খোকন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। ঘটনার পর মাইক্রোবাস ঘটনাস্থল ত্যাগ করায় চালককে আটক করা সম্ভব হয়নি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর