রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

রামপালে নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ১২ মে ২০২৪, ১২:০৫ পিএম

শেয়ার করুন:

loading/img

বাগেরহাটের রামপালের দাউদখালি নদীতে গোসল করতে নেমে শাওন সরকার (৮) নামের এক শিশু নিখোঁজ হয়েছে।

শনিবার (১১ মে) দুপুরে রামপাল উপজেলার দাউদখালী নদীর গোবিন্দপুর মালোপাড়া এলাকায় গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


খবর পেয়ে বিকেল থেকে খুলনা ও রামপাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।

নিখোঁজ শাওন সরকার রামপালের গোবিন্দপুর মালোপাড়া গ্রামের রতন সরকারের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী।

রামপাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার আবু জাফর সিদ্দিক বলেন, গতকাল  খবর পেয়ে আমরা উদ্ধার অভিযান শুরু করেছি। সন্ধ্যা হওয়ার জন্য রাতে আমরা উদ্ধার অভিযান বন্ধ রেখেছিলাম। সকালে আবার শুরু করেছি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন