রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

৬০ বছর পর ৩৩ বিঘা সরকারি জমি উদ্ধার

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৪, ১২:১২ পিএম

শেয়ার করুন:

loading/img

খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন তালা উপজেলার মির্জাপুর নামক স্থানে ১১.২৬ একর (প্রায় ৩৪ বিঘা) সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেনের নেতৃত্বে উপজেলা ভূমি অফিস এবং পাটকেলঘাটা ইউনিয়ন ভূমি অফিসের যৌথ অভিযান চালিয়ে এসব জমি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


খোঁজ নিয়ে জানা গেছে, সাতক্ষীরা তালা উপজেলার মির্জাপুর এলাকায় ১১ একরের বেশি জায়গা একটি চক্র ৫০/৬০ বছর ধরে অবৈধভাবে দখল করে ভোগ করে আসছিল। সম্প্রতি তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেনের চোখে পড়ে অবৈধ দখলে থাকা এই বিপুল পরিমাণ খাস সম্পত্তি।

পরে তিনি বিষয়টি সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এবং উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিনকে অবহিত করলে জেলা প্রশাসক হুমায়ুন কবির সহকারী কমিশনার ভূমিকে সরকারি খাস জমি উদ্ধার করার জন্যে নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন

অনলাইনে ভূমি উন্নয়ন কর দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখছে

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন জানান, ১৯৬০ থেকে ১৯৬২ সালের মধ্যে সরকারের পক্ষ থেকে উক্ত জমি অধিগ্রহণ করা হয়। অধিগ্রহণের পর থেকে অবৈধ দখলদাররা উক্ত জমি দখল করে রেখেছিল। মঙ্গলবার বিকেলে অভিযানের মাধ্যমে দীর্ঘদিন অবৈধ দখলে থাকা হয়ে ১১.২৬ একর জমি প্রায় (৩৪ বিঘা) উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


তিনি বলেন, একটি চক্র সরকারি এ জায়গা বহুবছর ধরে অবৈধভাবে দখল করে রেখেছিল। উদ্ধার হওয়া জায়গাটিতে অনুপ্রবেশ ঠেকাতে লাল ফ্লাগ দিয়ে যায়গাটি চিহ্নিত করা হয়েছে। এরপরও যদি অবৈধভাবে কেউ এ জায়গায় প্রবেশ বা দখল করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, তালা উপজেলার পাটকেলঘাটা বাজারের সরকারি সম্পত্তি ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। এছাড়া খেশরা ইউনিয়নে ৬৫ একর অর্পিত সম্পত্তি চিহ্নিত করার কাজ চলমান রয়েছে। উক্ত জমিও অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করা হবে।

আরও পড়ুন

আখাউড়ার ইউএনও-এসিল্যান্ডকে বদলি

তালা উপজেলা ভূমি কমিটি নেতা ও বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার বলেন, তালার এসিল্যান্ডের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব সরকারি জমি উদ্ধারের ঘটনা প্রশসংসার দাবি রাখে। তিনি এ ঘটনায় জেলা ও উপজেলা প্রশাসনের ভূমিকার প্রশাংসা করেন। একই সঙ্গে প্রকৃত ভূমিহীনদের মাঝে খাসজমি বন্দোবস্তের দাবি জানান তিনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন