রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

পুকুরে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৪, ১১:১৩ এএম

শেয়ার করুন:

loading/img

রংপুরের পীরগাছায় গ্রামের বাড়িতে ঈদ করতে এসে পুকুরে ডুবে মারা গেছে মঈনুল হোসেন মাহিন (১৩) নামের এক মাদরাসা ছাত্র।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার কৈকুড়ি ইউনিয়নের দিলালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মাহিন ওই গ্রামের আজগর আলীর ছেলে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, মাহিনের বাবা আজগর আলী পরিবারসহ ঢাকায় থাকেন। ঈদ করার জন্য মাহিন ও তার পরিবার কিছুদিন আগে গ্রামের বাড়িতে আসে। মঙ্গলবার দুপুরে মাহিন গ্রামের বন্ধুদের নিয়ে পুকুরে গোসল করতে নামে। এ সময় সে পানির গভীরে চলে গেলে সাঁতার না জানায় ডুবে যায়। পরে বন্ধুদের চিৎকারে লোকজন তাকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে।

মাহিন সাভারের আশুলিয়ার গাজীরচর আলিয়া মাদরাসায় ৭ম শ্রেণিতে পড়ত।

এ বিষয়ে পীরগাছা থানার ওসি (তদন্ত) সেলিমুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে লোক পাঠাচ্ছি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন