বাগেরহাটের ফকিরহাট বাজারে কম মূল্যের চাল বেশি মূল্যের চালের বস্তায় পরিবর্তন করার অভিযোগে সুজন দেবনাথ নামে এক চাল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ২টার দিকে ফকিরহাট বাজারের দয়াল ভান্তারের গোডাউনে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের একটি অভিযানিক দল।
বিজ্ঞাপন
অভিযানে কম মূল্যের চাল বেশি মূল্যের চালের বস্তায় পরিবর্তন করার অভিযোগে দয়াল ভান্ডার চালের দোকান মালিক সুজন দেবনাথকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহম্মেদ।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহম্মেদ জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৪ ধারায় ওই চাল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পুনরায় সে এ ধরনের অপরাধে আর জড়াবে না বলেও অঙ্গীকার করেন।
প্রতিনিধি/এসএস