সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৪, ০৫:৫৭ পিএম

শেয়ার করুন:

loading/img

নওগাঁর মান্দায় মাছবাহী ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রাসেল হোসেন (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর নিহত হয়েছে।

বৃহস্পতিবার  (১৪ মার্চ ) দুপুর ২টার দিকে প্রসাদপুর-জোতবাজার আঞ্চলিক সড়কে (মীরপাড়া এলাকায়) এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত রাসেল আহম্মেদ উপজেলার কসব ইউনিয়নের তালপাতিলা গ্রামের মোতাহার হোসেনের ছেলে ও নওগাঁ সরকারি কলেজের অর্নাস ১ম বর্ষের ছাত্র।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুপুরে রাসেল হোসেন মোটরসাইকেলে করে মান্দায় যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

তিনি আরও বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে ও মামলার প্রক্রিয়া চলমান বলেও জানান এই কর্মকর্তা।   

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন