পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে ভাটা পরিচালনা করায় ফেনীর পরশুরাম উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪ ইটভাটাকে ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা হাবিব শাপলা এ অভিযানে নেতৃত্ব দেন।
বিজ্ঞাপন
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা ও ফেনী জেলা পরিবেশ অধিদফতরের পরিদর্শক মো. শাওন শওকত অনিকের নেতৃত্বে একটি দল পরশুরাম উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালায়।
এসময় পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে ভাটা পরিচালনা করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারায় ৪টি ইটভাটা- বিসমিল্লাহ ব্রিকসকে ২ লাখ টাকা, সততা ব্রিকসকে ২ লাখ টাকা ও খন্ডল হাই ব্রিকসকে ৫০ হাজার টাকা ও চিথলিয়া ব্রিকসকে ১ লাখ টাকাসহ মোট ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ইটভাটা মালিকদের বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা অভিযানের তথ্য নিশ্চিত করে বলেন, পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস