সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

লালমনিরহাটে কোদালের আঘাতে বড় ভাই নিহত

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৪ পিএম

শেয়ার করুন:

loading/img

লালমনিরহাটের আদিতমারীতে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে বড় ভাই মিজানুর রহমানকে (৬৫) ছোট ভাই রবিউল ইসলাম (৪৫) কোদাল দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোরে মারা যান তিনি।


বিজ্ঞাপন


নিহত মিজানুর আদিতমারী বসিনটারী এলাকার খাইরুল ইসলাম ওরফে খায়রুল দফতরির বড় ছেলে।

এলাকাবাসী জানান, জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে মিজানুর ও রবিউলের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে মিজানুর ছোট ভাই রবিউল ইসলামের জমি দিয়ে নিজের ফসলি ক্ষেতে সেচের পানি দেওয়ার জন্য নালা তৈরি করছিলেন।

এসময় ছোট ভাই রবিউল নালা তৈরিতে বাধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই রবিউল বড় ভাই মিজানুরকে কোদাল দিয়ে আঘাত করে। এতে মিজানুর রহমান গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্স পরে উন্নত চিকিৎসার জন্য ওইদিনই বেলা ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোরে মিজানুর মারা যান।

আদিতমারি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আদিতমারী থানায় একটি হত্যা মামলা দায়েরর প্রস্তুতি চলছে। পুলিশ আসামি গ্রেফতারে অভিযান চালাচ্ছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন