সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

লালমনিরহাটে ফেনসিডিলসহ গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩১ এএম

শেয়ার করুন:

loading/img

লালমনিরহাটের আদিতমারীতে অভিযান চালিয়ে ৯৬ বোতল ফেনসিডিল ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৫ ফেব্রুয়ারি) জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, সোমবার দুপুর ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলার স্বার্ণামতি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে দু’জন মোটরসাইকেল আরোহীর দেহ তল্লাশি করে ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় দু’জন মোটরসাইকেল আরোহীকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- আদিতমারী উপজেলার ভাদাই বসিনটারি এলাকার মোজাম্মেল হকের ছেলে আব্দুল্লাহ আল মামুন (৩৫) ও একই উপজেলার দূর্গাপুর এলাকার মজিবর রহমানের ছেলে মিঠু মিয়া (২৪)।

লালমনিরহাট ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদিতমারী এলাকায় অভিযান চালিয়ে ৯৬ বোতল ফেনসিডিলসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে আদিতমারী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/এসএস


বিজ্ঞাপন


ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন