রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

গুইমারায় গাঁজা ক্ষেত ধ্বংস করল প্রশাসন

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৪, ০৭:১২ পিএম

শেয়ার করুন:

loading/img

খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাইল্যাছড়ি চৌধুরী পাড়া এলাকায় ৩ একর জায়গার ওপর চাষ করা গাঁজার ক্ষেত ধ্বংস করেছে গুইমারা প্রশাসন। এতে প্রায় ৩ হাজার গাছ কেটে পুড়িয়ে ধ্বংস করে দেয় প্রশাসন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সেনাবাহিনী, পুলিশের যৌথ অভিযান চালিয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফুল আমিন নেতৃত্বে এতে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজিব চৌধুরীর উপস্থিতিতে গাঁজা ক্ষেত কেটে ও আগুন দিয়ে ধ্বংস করেন।


বিজ্ঞাপন


ঘটনাস্থল পরিদর্শন করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর ও খাগড়াছড়ি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদ আলম।

khagrachori

এ সময় মাদক কারবারীদের নির্মূলে পুলিশ কাজ করছে বলে জানান পুলিশ সুপার মুক্তা ধর।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফুল আমিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে প্রায় ৩ একর জায়গার ওপর চাষ করা গাঁজা ক্ষেতের সন্ধান পায় প্রশাসন। এতে যে গোষ্ঠিই জড়িত থাকুক না কেন তাদের ছাড় দেওয়া হবে না। বর্তমান পুলিশ সুপারের নির্দেশনায় প্রশাসন সক্রিয় আছে। অপরাধীদের কোনো ছাড় নেই।


বিজ্ঞাপন


gaza-3

গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজিব চৌধুরী বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণে প্রশাসন সচেষ্ঠ আছে। কোনো ধরনের মাদকের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না। যে বা যারা যুব সমাজ ধ্বংসের জন্য মাদকের বিস্তারের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সজাগ রয়েছে প্রশাসন।

প্রতিনিধি/এসএস 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর