সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

আদালতের নির্দেশে উচ্ছেদ করা হলো সেই ‘বৈরালি’ রেস্তোরাঁ

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৪ পিএম

শেয়ার করুন:

loading/img

অবশেষে উচ্ছেদ করা হয়েছে বহুল আলোচিত লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা তিস্তা ব্যারেজ এলাকায় অবৈধভাবে নির্মিত আওয়ামী লীগ নেতার ‘বৈরালি’ রেস্তোরাঁ।

বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চালানো হয় এ উচ্ছেদ অভিযান। এ সময় আরও ৪৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।


বিজ্ঞাপন


দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে গড়ে উঠেছিল এসব অবৈধ স্থাপনা।

হোটেলটি লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং মোতাহার হোসেন এমপির ব্যক্তিগত সহকারী ও গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলের মালিকানাধীন ছিল।

দীর্ঘদিন ধরে এসব স্থাপনা উচ্ছেদের আইনি নোটিশ দেওয়া হলেও তা না সরানোয় আদালতের নির্দেশে তিনজন ম্যাজিস্ট্রেটসহ শতাধিক পুলিশ সদস্য ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উপস্থিতিতে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিট্রেট ইসফাত উল কবির, নাজিয়া নওরিন, ফরিদ আল সোহান উপস্থিত ছিলেন।

হাতীবান্ধা উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনায় পুলিশ প্রশাসন অবৈধ উচ্ছেদ অভিযানে সহায়তা করছে।


বিজ্ঞাপন


ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদৌলা বলেন, তিস্তা ব্যারেজ এলাকার ফ্ল্যাট বাইপাস একটি গুরুত্বপূর্ণ এলাকা এই এলাকায় কোনো প্রকার অবৈধ স্থাপনা থাকবে না। ব্যারেজ এলাকার ৪৭টি অবৈধ স্থাপনার মালিকদের কয়েকবার নোটিশ করার পরেও তারা সরে না যাওয়ায় অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিয়া নওরিন বলেন, তিস্তা ব্যারেজ এলাকার পানি উন্নয়ন বোর্ডের অবৈধ স্থাপনা উচ্ছেদে তিন সদস্য একটি নির্বাহী ম্যাজিস্ট্রেট টিম অভিযানের নেতৃত্ব দেন। পানি উন্নয়ন বোর্ডের চাহিদা মাফিক এ অভিযান পরিচালনা করা হয়েছে, এতে কেউ বাধা প্রদান করেননি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন