মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চান্দের বাজার এলাকায় টঙ্গীবাড়ী বালিগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বালিগাঁও এলাকা থেকে আলু বোঝাই একটি নসিমন টঙ্গীবাড়ি দিকে যাচ্ছিল। এ সময় অপর দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল ২ জন আরোহীসহ বালিগাঁও দিকে যাচ্ছিল। পরে মাঝ পথে বলই চান্দের বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক সাইদ ভূঁইয়া (৪৫) ও নসিমন আরোহী স্বপন (৪০) ঘটনাস্থলে নিহত হয়।
এছাড়া এ দুর্ঘটনায় নছিমনের আরেক যাত্রী হানিফ (৩৫) গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
এছাড়া আহত নসিমন যাত্রী হানিফের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিজ্ঞাপন
নিহত মোটরসাইকেল চালক সাঈদ ভূঁইয়া লৌহজং উপজেলার বন সেমন্ত গ্রামের আলী মুহাম্মদ ভূইয়ার ছেলে।
অন্যদিকে নিহত নসিমন যাত্রী স্বপন স্বপন নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার বক্তবলি এলাকার চর প্রসন্ন নগর গ্রামের এনায়েত মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।
টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফেরদৌস নাহার বলেন, সড়ক দুর্ঘটনায় দু’জন আমাদের হাসপাতালে আনার আগেই মারা গেছে। অপর আহত একজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, সড়ক দুর্ঘটনায় দু’জন মারা গেছে। তাদের মরদেহ টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে রাতেই হস্তান্তর করা হবে।
প্রতিনিধি/এসএস