রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

বগুড়ায় ট্রাকচালক রুবেল হত্যায় গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৩, ০২:১৩ পিএম

শেয়ার করুন:

loading/img

বগুড়ার শিবগঞ্জে নিজ ঘরে ট্রাক ড্রাইভার রুবেল মিয়া (৩০) খুনের সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ বগুড়া বিশেষ ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১২ বগুড়া বিশেষ ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।


বিজ্ঞাপন


তিনি জানান, ১২ ডিসেম্বর রাতে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার চাউলা পাড়া গ্রামে রুবেল মিয়া (৩০) নামে এক ট্রাক চালককে তার নিজ বাড়িতে ছুরিকাঘাত ও শ্বাসরোধ করে খুন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের মা জামিলা বেগম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে শিবগঞ্জ থানার মামলা করেন।

ঘটনার পরপরই র‌্যাব-১২, বগুড়া ক্যাম্প গোয়েন্দা তৎপরতা শুরু করে। ১৪ ডিসেম্বর রাত পৌনে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকা থেকে মিনহাজুল (২৪) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি শিবগঞ্জ থানার চাউলাপাড়া গ্রামের বাসিন্দা।

গ্রেফতার মিনহাজুল জিজ্ঞাসাবাদে খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতার মিনহাজুল জানায় সে ও তার আরও একজন সহযোগী ১২ ডিসেম্বর রাতে রুবেলের বাড়িতে চার পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে যায় এবং তিন জন মিলে ইয়াবা সেবন করে। এরপরে তারা দু’জনে


বিজ্ঞাপন


মিলে রুবেলকে চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং মুখে বালিশ চাপা দিয়ে হত্যা নিশ্চিত করে। ৩য় একটি পক্ষ রুবেলকে হত্যার বিনিময়ে মিনহাজুলকে একটি বাড়ি করে দেওয়ার আশ্বাস দিয়েছিল। এ কারণে রুবেলকে হত্যা করা হয়। গ্রেফতার মিনহাজুলকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন