রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ইউপিডিএফের ৪ সদস্যের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৩, ০৮:২৮ পিএম

শেয়ার করুন:

loading/img

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার অনিলপাড়ায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ৪ সদস্যের মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে নিহতদের পরিবারের কাছে হস্থান্তর করা হয়।


বিজ্ঞাপন


এর আগে সকালে ৯টার দিকে মরদেহগুলো পানছড়ি থানাতে আনা হয়।

এদিকে চারজনকে হত্যার ঘটনায় পানছড়ি থানায় মামলা দায়রে করছেনে বিপুল চাকমার কাকা নিরুপম চাকমা। মামলায় অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।

thumbnail_Khagrachari_Hill_Other_Photo_-_3

সন্ধ্যায় পানছড়ির পুজগাং ইউনিয়নে চারজনের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।


বিজ্ঞাপন


লোগাং ইউনিয়নের অনিলপাড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে নিহত হয়, ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি বিপুল চাকমা, খাগড়াছড়ি জেলা সহ-সভাপতি লিটন চাকমা, পিসিপির সহ-সভাপতি সুনীল ত্রিপুরা ও ইউপিডিএফের সদস্য রুহিনসা ত্রিপুরাসহ ৪ জন নিহত।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর