খাগড়াছড়ি পানছড়ি উপজেলাতে ৬৪০ পিস ইয়াবাসহ সৈকত পাটোয়ারী (২৬) নামের একজনকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ।
শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে ৫টার দিকে পানছড়ি বাজার তালুকদার পাড়া এলাকায় নিজ বসতবাড়ি থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়। আটক সৈকত পাটোয়ারী উপজেলার মৃত রফিক উল্ল্যা পাটোয়ারীর ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্র জানায়, পানছড়ি থানার এস.আই মুহাম্মদ ইয়াছিন ও সংগীয় পুলিশ সদস্যরা ডিউটিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬৪০টি ইয়াবাসহ তাকে আটক করা হয়।
পানছড়ি থানার ওসি মো. হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে বিধি মোতাবেক থানায় মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার পর পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
প্রতিনিধি/ এজে