রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৩, ০২:৫৬ পিএম

শেয়ার করুন:

loading/img

ফরিদপুরের নগরকান্দায় ট্রাকের ধাক্কায় ঝর্ণা বেগম (৪৬) নামের এক অটোভ্যান আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার তালমা মোড়ে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, ভাংগার দিক থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী একটি ট্রাক তালমা মোড়ে এসে পেছনদিক থেকে একটি অটোভ্যানকে ধাক্কাদিলে ভ্যানে থাকা ওই নারীর মৃত্যু হয়।

এসময় অটোতে থাকা তিন ব্যক্তি আহত হয়। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত নারী উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত সালাম সরদারের স্ত্রী।

ভাংগা হাইওয়ে থানার (ওসি) খাইরুল আনাম জানান, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ফরিদপুর মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন