রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

মানিকছড়িতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৩, ১১:১৪ এএম

শেয়ার করুন:

loading/img

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে মানিকছড়ি গিরি মৈত্রী ডিগ্রি কলেজ শাখার সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) কলেজ মাঠে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি গ্রহণ করা হয়।


বিজ্ঞাপন


কর্মসুচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ এস এম শাহী আলম। রক্ত গ্রুপ নির্ণয়ে ছিলেন- মানিকছড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট রাজীব ভট্টাচার্য।

এছাড়া উপস্থিত ছিলেন- যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি ইউনিটের যুব উপদেষ্টা চিংওয়ামং মারমা মিন্টু, দলনেতা দুই হাবিবুর রহমান, জনসংযোগ পরিকল্পনা বিভাগের প্রধান আবু জাফর, উপ-প্রধান রবিউল ইসলাম প্রমুখ। এছাড়া সারা বছরের ইউনিটের কর্যক্রমগুলো প্রদর্শন করা হয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন