সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

মানিকছড়িতে ইজিবাইকের ধাক্কায় পথচারী নিহত

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৩, ০৭:১০ পিএম

শেয়ার করুন:

loading/img

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকায় চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে দ্রুতগতির একটি ইজিবাইকের ধাক্কায় আহত হয়ে পথচারী দেবং মারমা (৭০) মৃত্যু হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


তিনি মরাডলুর মৃত্যু রাংকু মারমার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দেবং মারমা মরাডলু থেকে গচ্ছাবিল হয়ে সড়কের পাশ দিয়ে মানিকছড়ি আসার পথে তার পেছন দিক দিয়ে ব্যাটারিচালিত টমটমে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়েরা তাকে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন