সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

দশমিনায় ৫ দোকান আগুনে পুড়ে ছাই

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৩, ০৪:০৫ পিএম

শেয়ার করুন:

loading/img

পটুয়াখালীর দশমিনায় পাঁচটি দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে। সোমবার (৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

আগুনে পুড়ে ছাই হয়েছে যাদের দোকান গুলো তারা হলেন, মহসিন মাতুব্বর, মো. মোফাজ্জেল ও মো.শাখায়াতসহ পাঁচ ব্যবসায়ীর চারটি মুদিমনোহারি ও একটি চায়ের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে লাখ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হন ব্যবসায়ীরা। 


বিজ্ঞাপন


এ সময় দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা নাজ নীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সাড়ে ৭ হাজার টাকা করে সাড়ে ৩৭ হাজার টাকা দেওয়া হবে জানানো হয়েছে। 

এ বিষয়ে দশমিনা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আনোয়ার বলেন, আগুন নিয়ন্ত্রণে একটি ইউনিট কাজ করেছে। আগুনে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন