রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

স্ত্রীর সঙ্গে অভিমানে যুবকের আত্মহত্যা

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৩, ০৩:০২ পিএম

শেয়ার করুন:

loading/img

মাদারীপুরের কালকিনিতে বাবু ব্যাপারী (২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি শুক্রবার রাতে পরিবারের লোকজনের চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।


বিজ্ঞাপন


শনিবার (৪ নভেম্বর) সকালে কালকিনি পৌরসভার কাশিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহত বাবু বেপারী পৌর এলাকার কাশিমপুর গ্রামের আক্কাস বেপারীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কাশিমপুর এলাকার আক্কাস ব্যাপারীর ছেলে বাবু ব্যাপারীর সঙ্গে দীর্ঘদিন ধরে তার স্ত্রী ও পরিবারের লোকজনের সঙ্গে মনোমালিন্য চলে আসছে।


বিজ্ঞাপন


এর জেরে গতকাল শুক্রবার রাতে বাবু ব্যাপারী পরিবারের লোকজনের চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

আজ সকালে তার মরদেহ গাছে ঝুলতে দেখলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত বাবু ব্যাপারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি পরিবারের সঙ্গে মনোমালিন্যের জেরে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন