শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

মেহেরপুরে জামায়াতের ৫ নারী কর্মী আটক

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৩, ০৯:৫৪ এএম

শেয়ার করুন:

loading/img

মেহেরপুরের মুজিবনগরে বৈঠক চলাকালে জামায়াতে ইসলামীর ৫ নারী কর্মীকে আটকের করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার আনন্দবাস গ্রামের মণ্ডল পাড়ার মৃত লুৎফর রহমানের ছেলে আশাদুল হকের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটকসহ ১৮টি সাংগঠনিক বই জব্দ করা হয়।


বিজ্ঞাপন


মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন- বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস গ্রামের তাছাবউদ্দীনের স্ত্রী কোহিনুর বেগম (৪৫), আরিফুল ইসলামের স্ত্রী শারমিনা খাতুন (২২), আবু বক্করের স্ত্রী রওশনারা খাতুন (৪৬), জুলফিকার আলী ভুট্টোর স্ত্রী পারভিনা খাতুন (৩৪) এবং আশাদুল হকের স্ত্রী সখিসোনা (৪০)।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল জানান, সরকার বিরোধী বৈঠক হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আনন্দবাস গ্রামের মণ্ডল পাড়ার মৃত লুৎফর রহমানের ছেলে আশাদুল হকের বাড়িতে অভিযান চালিয়ে জামায়াতের ৫ নারী কর্মীকে আটক করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ১৮টি সাংগঠনিক বই জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলায় এজাহার নামীয় ৫ জন ও অজ্ঞাতনামা আরও ১৪ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন