সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

চুয়াডাঙ্গায় স্বর্ণ চোরাকারবারির যাবজ্জীবন কারাদণ্ড

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩, ০৭:১৯ পিএম

শেয়ার করুন:

loading/img

চুয়াডাঙ্গায় স্বর্ণ চোরাচালান মামলায় মোস্তাফিজুর রহমান (৩৩) নামে এক চোরাকারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে জেলা জজ আদালতের স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ জিয়া হায়দার আসামির উপস্থিতিতে এ রায় দেন।


বিজ্ঞাপন


দণ্ডপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের লুৎফর বিশ্বাসের ছেলে।

মামলার নথি বিবরণে জানা গেছে , ২০২১ সালের ১ সেপ্টেম্বর বিকেলে স্বর্ণ চোরাচালান হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরপুর সীমান্তে অভিযান চালায় বিজিবি। এসময় ওই ব্যক্তি বিজিবি টহল দলকে দেখে কসটেপ দিয়ে মোড়ানো ৪টি প্যাকেট ফেলে পালিয়ে যায়। ওই প্যাকেট থেকে উদ্ধার করা হয় ১১টি স্বর্ণের বার। যার ওজন ৩ কেজি ৭৪০ গ্রাম এবং অনুমানিক বাজার মূল্য ২ কোটি ৩৫ লাখ ৬১ হাজার ৫৮৯ টাকা। পরদিন এ ঘটনায় মোস্তাফিজুর রহমানকে পলাতক আসামি করে নায়েব সুবেদার কাজী আজাদ বাদী হয়ে দর্শনা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা দর্শনা থানার উপ-পরিদর্শক নাজিম উদ্দিন একই বছরের ৩১ ডিসেম্বর মোস্তাফিজুরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ১০ জন সাক্ষীর মধ্যে ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন বিচারক।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন