পিরোজপুরের কাউখালীতে মাছ ধরতে গিয়ে মিলল সৌরভ মিস্ত্রী (২২) নামের এক যুবকের মরদেহ।
সোমবার (২৫ সেপেট্টম্বর) একই এলাকার হারুন অর রশিদের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
সৌরভ মিস্ত্রী উপজেলার নাঙ্গুলি গ্রামের শংকর মিস্ত্রীর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার একই এলাকার মতলেব হাওলাদারের ছেলে বাদল হাওলাদার ওই এলাকার হারুন অর রশিদের ধান ক্ষেতে বরশি দিয়ে মাছ ধরতে যায়। এসময় সেখানে বরশি ফেলতে গিয়ে ওই যুবকের মরদেহ দেখতে পায়। পরে গিয়ে বিষয়টি পরিবারকে জানায়। স্থানীয়রা এসে থানা পুলিশকে অবহিত করেন।
নিহতের বাবা শংকর মিস্ত্রী জানান, তার ছেলে কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিল। গত ১৬ সেপ্টেম্বর থেকে সে নিঁখোজ হয়। সোমবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় যুবক বাদল হাওলাদার মাছ ধরতে গিয়ে তার মরদেহ দেখে পরিবারকে খবর দেন। তাকে জমির মাঝে যেখানে পাওয়া গেছে এই পাওয়া নিয়ে সন্দেহ রয়েছে। তার মরদেহটি অর্ধগলিত।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া হোসেন জাকির বলেন, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ওই দিন দুপুরে একই এলাকার হারুন অর রশিদের ধানক্ষেত থেকে ওই যুবকের অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। তাই তার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ময়না তদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস