রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ফরিদপুরে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:২১ পিএম

শেয়ার করুন:

loading/img

ফরিদপুরের সদরপুরে ইজিবাইক চালক শাহজাহান হত্যা মামলার পলাতক আসামি জসিম মোল্লাকে গ্রেফতার করেছে র‍্যাব। 

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে ফরিদপুর জেলার সদরপুর থানাধীন শিমুলতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব-১০।


বিজ্ঞাপন


রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত কবির সোয়েব। 

তিনি জানান, মাদারীপুর জেলার শিবচরের বন্দরখোলা এলাকায় বসবাসকারী শাহজাহান বেপারী (৪০) একজন ইজিবাইক চালক। তিনি ইজিবাইক চালিয়ে তার জীবিকা নির্বাহ করতেন। গত ২৪ জানুয়ারি সকালে প্রতিদিনের ন্যায় তিনি ইজিবাইক নিয়ে যাত্রী পরিবহন করার জন্য বাসা থেকে বের হন। সেদিন দুপুরে তিনি বাসায় এসে দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিয়ে আনুমানিক সন্ধ্যা ৭টায় আবারও তার ইজিবাইক নিয়ে যাত্রী পরিবহন করার উদ্দেশ্যে বের হন। পরে আর বাসায় ফেরেননি।

 

আরও পড়ুন

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৫

পরিবারের লোকজন তাকে মোবাইল ফোনে কল দিয়ে কোনো সাড়া না পেয়ে চিন্তিত হয়ে পড়েন এবং তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে পরদিন ২৫ জানুয়ারি সকালে ফরিদপুর জেলার সদরপুরের রহমাতুল্লাহ মাতুব্বর কান্দি এলাকার একটি সরিষা ক্ষেতে গলায় গামছা পেচানো অবস্থায় শাহজাহান এর মরদেহ দেখতে পান তারা। এরপর সদরপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘনটাস্থলে এসে লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পরে এ ঘটনায় মৃতের ভাই আক্কাস আলী সদরপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। 

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামি একজন ইজিবাইক ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তিনি ও আজিজুল মিলে এ বছরের গত ২৪ জানুয়ারি রাতে ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে শাহজাহানকে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে লাশ গুম করার উদ্দেশ্যে উল্লেখিত সরিষা ক্ষেতে ফেলে রেখে নিহতের ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআইকে/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন