শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫২ এএম

শেয়ার করুন:

loading/img

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এসময় তাদের হেফাজত থেকে ১০১০ পিস ইয়াবা, ৫৯.৭ গ্রাম ১৯৬ পুরিয়া হেরোইন, ১২ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ১০০ বোতল বিদেশিমদ, ২৫০ বোতল ফেন্সিডিল ও ৭৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

রোববার (১৭ সেপ্টম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিকেশন বিভাগের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা রুজু হয়েছে।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর