রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ 

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০০ পিএম

শেয়ার করুন:

loading/img
শিক্ষার্থীদের বিক্ষোভ | ঢাকা মেইল

জামালপুরের মেলান্দহে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলায় খেলোয়াড়দের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) উপজেলার মালঞ্চ বাজারে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে তারা। 


বিজ্ঞাপন


এ সময় শিক্ষার্থীরা টায়ারে আগুন জালিয়ে, গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে মালঞ্চ বাজার এলাকার প্রায় তিন কিলোমিটার রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু  বিচারের আশ্বাস দিলে প্রায় তিন ঘণ্টা পর অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীরা জানায়, সোমবার (৪ সেপ্টেম্বর) মেলান্দহ উমির উদ্দিন পাইলট স্কুল মাঠে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে খেলায় মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় ও হুমায়ুন কবির টেকনিক্যাল স্কুল মুখোমুখি হয়। খেলার নির্ধারিত সময়ে কোনো দল গোল না পাওয়াই খেলা গড়ায় টাইব্রেকারে। 

টাইব্রেকারে একটা গোলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সাধুপুর হুমায়ুর কবির টেকনিক্যাল স্কুল ফুটবল দলের খেলোয়াড় ও সমর্থকরা মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের খেলোয়াড়দের মারধর করে। এতে নবম শ্রেণির শিক্ষার্থী রমজান ও জাকিরুলসহ প্রায় ৫ জন শিক্ষার্থী গুরুতর আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন শিক্ষার্থীরা।
           
মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন মোল্লা বলেন, আন্তঃস্কুল ফুটবল খেলাকে কেন্দ্র করে আমার স্কুলের খেলোয়াড়দের মারধর করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

মারধরের অভিযোগে হুমায়ুন কবির টেকনিক্যাল ইনস্টিটিউটের সভাপতি হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে স্কুলের শিক্ষক শাকিল স্যার সব জানে। তবে শাকিল নামের ওই শিক্ষক বলেন, আমি এই স্কুলের খণ্ডকালীন শিক্ষক, কিছু জানি না। 


বিজ্ঞাপন


উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজাদুর রহমান ভূঁইয়া বলেন, শিক্ষার্থীরা মানববন্ধন সড়ক অবরোধ করেছিল। আমিও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। শিক্ষক ও শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি। তবে এই ঘটনায় পরে আপাতত উপজেলায় আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্ট বন্ধ করা হয়েছে। 

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম মিঞা বলেন, এ ঘটনায় শিক্ষক ও অভিভাবকের যে দাবিগুলো তুলেছেন এ নিয়ে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন