রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

নওগাঁয় অটোরিকশার চাপায় শিশু নিহত

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৭ এএম

শেয়ার করুন:

loading/img

নওগাঁর রাণীনগরে অটোরিকশার (টমটম) চাপায় মারিয়া আক্তার (৪) নামে এক শিশু নিহত হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদীঘি সড়কের সিলমাদার গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


মারিয়া আক্তার রাণীনগর উপজেলার সিলমাদার গ্রামের মোয়াজ্জেম হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, দুপুরে শিশু মারিয়া সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এসময় রাণীনগর উপজেলার আবাদপুকুর থেকে যাত্রীবাহী একটি টমটম বগুড়ার আদমদিঘীতে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাটি টমটমকে ধাক্কা দেয়। এসময় টমটম নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে শিশু মারিয়ার ওপর পড়ে। স্থানীয় লোকজন ও যাত্রীরা দ্রুত মারিয়াকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে দেন। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মারিয়াকে মৃত ঘোষণা করে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন