সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

যমুনার পানি বিপদসীমার ওপরে, শতাধিক বাড়ি নদী গর্ভে বিলীন

পারভীন লুনা, বগুড়া
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৩, ০৮:০৯ পিএম

শেয়ার করুন:

loading/img

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার পানি বিপদসীমা অতিক্রম করেছে। বৃস্পতিবার(৩১ আগস্ট) সকাল ৯টা থেকে নদীর পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। 

যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় সারিয়াকান্দির হাসনাপাড়া স্পার হুমকির মুখে পড়েছে। সেখানে ৬৫ ফুট মাটির স্যাংক(ঢাল) দেবে গেছে। এ উপজেলার চরাঞ্চলের ৫টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সেইসঙ্গে কামালপুর ইউনিয়নের ইছামারায় ভাঙন দেখা দিয়েছে। সেখানে দুপুর পর ভাঙনের কবলে পড়ে নিমিষে শতাধিক বাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে।


বিজ্ঞাপন


বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী হুমায়ন কবির জানান, যমুনার পানি বৃদ্ধির ফলে হাসনাপাড়া স্পার হুমকির মুখে পড়েছে। স্পারের তলদেশ  থেকে মাটি সরে যাওয়ায় ৬৫ ফুট মাটির স্যাংক দেবে গেছে। স্পারের দেবে যাওয়া অংশে জরুরি ভিত্তিতে কাজ শুরু করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করে যমুনার পানি বিপৎসীমা অতিক্রম করায় চরাঞ্চলের  বোহাইল, কাজলা, কর্নিবাড়ি ও চালুয়াবাড়ি ও কামালপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এই ৫ ইউনিয়নের অনেক বাড়ি পানিতে ভেসে গেছে। এছাড়া কামালপুরে নদী ভাঙন দেখা দিয়েছে। সেখানে ইছামারা পয়েন্টে প্রবল ভাঙনে শতাধিক বাড়ি বিলীন হয়ে গেছে। ভাঙন মোকাবেলায় সেখানে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ফেলতে শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

কামালপুর ইউপি চেয়ারম্যান রাছেদুজ্জামান রাসেল বলেন, ‘ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। একশ’ও বেশি বাড়ি এক নিমিষে নদী গর্ভে বিলীন হওয়ায় কোন রকমে সে সব বাড়ির লোকজন বের হয়ে আসতে পেরেছে। কিন্তু তাদের বাড়ির কোনো জিনিসপত্রই তারা রক্ষা করতে পারেনি। একেবারে নিঃস্ব হয়ে গেছে ওইসব পরিবার।

সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম জানান- যমুনার পানি বৃদ্ধি পওয়ার ফলে ১৫ হেক্টর আমন, ২ হেক্টর বীজতলা ও ১ হেক্টর সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন