রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

মৌলভীবাজারে লুট করা মালামালসহ ৩ ডাকাত গ্রেফতার

জেলা প্রতিনিধি: মৌলভীবাজার
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৩, ০৫:০২ পিএম

শেয়ার করুন:

loading/img

মৌলভীবাজারের রাজনগরে পুলিশ অভিযান চালিয়ে ৩ ডাকাতকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে লুট করা মালামাল ও ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আটক ডাকাতরা হলেন- রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের নয়াটিলা গ্রামের জাকির হোসেন (৪০), রুবেল মিয়া (৩০) ও আমির হোসেন (৪১)।


বিজ্ঞাপন


রোববার (২৭ আগস্ট) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার মনজুর রহমান।

এসময় তিনি জানান, গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের পশ্চিম লালাপুর গ্রামের সৌদি প্রবাসী মিজানুর রহমানের বাড়িতে ডাকাতি করে ৬-৭ জন ডাকাত। তারা অস্ত্রের মুখে বাড়িতে থাকা নারীদের জিম্মি করে প্রায় সাড়ে ৫ ভরি স্বর্ণালঙ্কার, রূপার গহনা, নগদ টাকা নিয়ে যায়। ঘটনার পর রাজনগর থানায় মামলা করেন ওই প্রবাসীর মা আমিরুন নেছা।

মামলার প্রেক্ষিতে শনিবার (২৬ আগস্ট) রাতে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে একদল পুলিশ ৩ ডাকাতকে আটকসহ লুট করা ১ জোড়া কানের দুল ও ১টি রুপার চেইন উদ্ধার করে।

এসময় ডাকাতি কাজে ব্যবহৃত খেলনা পিস্তল, ২টি ছুরি, রামদা, হেমার ও ১টি কাটার উদ্ধার করে পুলিশ।  

আজ দুপুরে গ্রেফতার আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে জানিয়ে পুলিশ সুপার মনজুর রহমান বলেন, গ্রেফতার আসামিরা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। ডাকাত দলের পলাতক সদস্য এবং লুট করা মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

 প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় প্রমুখ।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন