রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

শয়ন কক্ষ থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার 

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩, ০৩:০৪ পিএম

শেয়ার করুন:

loading/img

বগুড়ার সোনাতলা উপজেলার গারামারা গ্রামে জাহেরা বেওয়া (৮৫) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (২৬ আগস্ট) সকালে পুলিশ শয়ন কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে। 

খবর পেয়ে পুলিশের পাশাপাশি পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরোর (পিবিআই) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা নিহত জাহেরা বেওয়ার সন্তান এবং স্বজনদের সঙ্গে কথা বলেন।


বিজ্ঞাপন


নিহত জাহেরা বেওয়া সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের গারামারা গ্রামের মৃত কাশেম শেখের স্ত্রী। 

স্থানীয় সাংবাদিক মোশাররফ হোসেন জানান, জাহেরা বেওয়ার চার ছেলে এবং দুই মেয়ে। ছেলেদের মধ্যে একজন ঢাকায় এবং অপরজন টাঙ্গাইলে পৃথক দুটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। অপর দুজন এলাকায় বসবাস করে। সেই দুই ছেলের একজন আবার শারীরিকভাবে অসুস্থতার কারণে ৪ দিন ধরে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

জাহেরা বেওয়ার এক ছেলে টাঙ্গাইলে কর্মরত হেলাল উদ্দিন জানান, তিনি কদিন আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন। ছুটি শেষ হওয়ায় শুক্রবার (২৫ আগস্ট) রাতে তিনি টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হন। তিনি বলেন, আমি রওনা হওয়ার কয়েক ঘণ্টা পর একজন আমাকে ফোন করে বলেন যে আমার মাকে হত্যা করা হয়েছে। খবরটি পেয়ে আমি আবার চলে আসি। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার মায়ের নামে কোনো জমা-জমি নেই। তাই জমা-জমি নিয়ে হত্যাকান্ডের কোন আশঙ্কা আমি করছি না।


বিজ্ঞাপন


সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈকত হাসান জানান, রাতে শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ার পর কোনো এক সময় ওই হত্যাকাণ্ডটি ঘটনানো হয়। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো ক্লু পাওয়া যায়নি। আমরা তদন্ত শুরু করেছি। আশাকরি খুব তাড়াতাড়ি রহস্য উন্মোচন করা সম্ভব হবে।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর