খাগড়াছড়ির মাটিরাঙ্গার উত্তর লক্ষীছড়া চর নামক স্থানে রামগড় ৪৩ বিজিবি অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করেছে।
বুধবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় রামগড় ৪৩ বিজিবির অধিনস্থ লক্ষীছড়া বিওপিতে কর্মরত হাবিলদার আবু সাঈদের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উত্তর লক্ষীছড়া স্থান থেকে মালিকবিহীন অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার ট্যাবলেট ও ১ হাজার ৭২২ পিস ওষুধ জব্দ করে।
বিজ্ঞাপন
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারিরা পালিয়ে যায়।
জব্দ করা ওষুধ সীতাকুন্ড কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, বর্তমানে ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম বলেন, সীমান্তে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না। মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।
প্রতিনিধি/এসএস